গুরুতর অসুস্থ শিল্পপতি রতন টাটা, গভীর রাতে নিম্ন রক্তচাপ এবং শ্বাসকষ্ট নিয়ে তাঁকে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছে- এমন খবর শোনা গিয়েছিল সোমবার সকালে। স্বাভাবিকভাবেই মানুষ ছিলেন উদ্বেগের মধ্যে। সোমবার সকাল থেকেই সংবাদমাধ্যম ছেয়ে গিয়েছিল এ হেন একাধিক খবরে। অবশেষে সব জল্পনা নস্যাৎ করে দিয়ে রতন টাটা নিজেই জানিয়ে দিলেন, সুস্থ রয়েছেন তিনি।

রতন টাটা বলেছেন, ‘‘সম্প্রতি আমার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা রটেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই, এ সব খবরই ভুয়ো। বিগত কয়েক দিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্য হাসপাতালে যেতে হচ্ছে। চিন্তার কোনও কারণ নেই। আমি সুস্থ আছি। জনগণ এবং সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, ভুয়ো খবর ছড়াবেন না।’’

প্রসঙ্গত, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছিল রবিবার গভীর রাতে রতন টাটাকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়। কিন্তু সোমবার সকালেই সব জল্পনা উড়িয়ে দিয়ে শিল্পপতি নিজেই জানিয়ে দিয়েছেন তিনি সুস্থ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here