বাঙালির শ্রেষ্ঠ পুজো আবহের মধ্যেই রঞ্জি অভিযান শুরু করে ফেলল বাংলা। শুক্রবার উত্তরপ্রদেশের মুখোমুখি হয় তারা। যেখানে প্রথম দিনের শেষে অনুষ্ঠুপ মজুমদারদের স্কোর হয় ৭ উইকেটে ২৬৯।
উত্তরপ্রদেশের পিচে ঘাস থাকার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলা। এ দিন দুরন্ত মেজাজে দেখা যায় সুদীপ চট্টোপাধ্যায়’কে। তিনি ওপেন করতে নেমে ২২৭ বলে ৯টি বাউন্ডারি এবং ১টি একটি ওভার-বাউন্ডারির সৌজন্যে ১১৬ রানের ইনিংস গড়েন। বাংলার আর এক ওপেনার অভিমন্যু ঈশ্বরন(৫) দ্রুত আউট হওয়ার পর দলের হাল ধরেন সুদীপ কুমার ঘরামী। ৯০ রানের দারুণ একটি ইনিংস খেলতে দেখা যায় তাঁকে। ১৬১ বলে ১১টি চার ও একটি ছয় মেরে ৯০ রান করেন ঘরামী। তবে তাদের উইকেট পড়ার পর সে ভাবে আর সক্রিয় দেখায়নি বাংলাকে। অধিনায়ক অনুষ্ঠুপ’কেও (১) ব্যাট হাতে ছন্দে দেখা যায়নি। তবে উত্তরপ্রদেশের হয়ে এ দিন দুরন্ত বোলিং করতে দেখা যায় ভিপরাজ নিগম’কে। ৩ উইকেট নেন তিনি। একটি করে উইকেট নেন জস দয়াল এবং সৌরভ কুমার। এ দিনের শেষে অপরাজিত থাকলেন শাহবাজ আহমেদ(২৬*) ও সুরাজ সিন্ধু জয়সওয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here