সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের বক্তব্যে শীতকালীন অধিবেশনের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, “২০২৪ সালে এটাই সংসদের শেষ অধিবেশন।” সব সাংসদকে এই অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রথমে নাম না করলেও এদিন পরে নাম করেই বিরোধীদের তোপ দেগেছেন মোদি। তিনি বলেন, “সংসদে সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন কয়েক জন। এঁরাই সংসদে হাঙ্গামা বাধাচ্ছেন। ফলে বলার সুযোগ পাচ্ছেন না নতুন সাংসদেরা। সংসদের নিয়ন্ত্রণ এই সাংসদেরা হাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।”

পরে নাম করেই প্রধানমন্ত্রী মোদি বলেন, “সংসদে জনগণের স্বার্থে কিছু বলেন না বিরোধীরা। মানুষ বিরোধীদের বার বার প্রত্যাখ্যান করছেন। গণতন্ত্রের শর্তই হল আমরা মানুষের সিদ্ধান্তকে সম্মান জানাব এবং তাদের প্রত্যাশা পূরণের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করব।”

তবে শুধুই যে সমালোচনা করেছেন তা নয়, এদিন নরেন্দ্র মোদির কণ্ঠ থেকে বিরোধীদের জন্য ঝরে পড়েছে প্রশংসাও। তিনি বলেন, “বিরোধী সাংসদদের কেউ কেউ সংসদে দায়িত্বশীল আচরণ করেন। তাঁরা চান সংসদের কাজ মসৃণ ভাবে পরিচালিত হোক। কিন্তু যাঁরা মানুষের দ্বারা বার বার প্রত্যাখ্যাত, তাঁরা সঙ্গীদের বক্তব্যও উপেক্ষা করেন।” মনে করা হচ্ছে, এই মন্তব্য করে বিরোধী জোটে ফাটল ধরাতে চেয়েছেন মোদী। মূলত কংগ্রেসকে আক্রমণের কেন্দ্রবিন্দু করে ছাড় দিতে চেয়েছেন বিরোধী জোটে থাকা শরিক দলগুলিকে।

এখনও পর্যন্ত সরকারপক্ষের যা সিদ্ধান্ত, তাতে ১৫টি বিল আনা হতে পারে লোকসভার চলতি অধিবেশনে। যদিও সব চেয়ে বেশি উত্তাপ ছড়াবে ওয়াকফ আইন সংশোধনী বিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here