২০২৪ সালের শেষ অমাবস্যা আজ। মূলত যে অমাবস্যা সোমবারে পড়ে, তাকে সোমবতী অমাবস্যা বলা হয়। আর এই সোমবার হল দেবাদিদেব মহাদেবের পুজোর দিন। সেই দিনে এই অমাবস্যা খুবই শুভ। দেখে নেওয়া যাক সোমবতী অমাবস্যার তিথি।
পঞ্জিকামতে, অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষে সোমবতী অমাবস্যার তিথি বছরের শেষলগ্নে পড়ছে। পঞ্জিকা বলছে, ৩০ ডিসেম্বর ভোর ৪ টে ০১ মিনিটে এই তিথি শুরু হয়ে যাবে। আর পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভোররাত ৩ টে ৫৬ মিনিটে শেষ হবে তিথি। উল্লেখ্য, যেহেতু এই অমাবস্যা তিথির রাত একমাত্র ৩০ ডিসেম্বরই পাওয়া যাচ্ছে, আর তা সোমবার পড়ছে, তাই এই অমাবস্যাকে সোমবতী অমাবস্যা বলা হয়েছে।
পঞ্জিকামতে, অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষে সোমবতী অমাবস্যার তিথি বছরের শেষলগ্নে পড়ছে। পঞ্জিকা বলছে, ৩০ ডিসেম্বর ভোর ৪ টে ০১ মিনিটে এই তিথি শুরু হয়ে যাবে। আর পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভোররাত ৩ টে ৫৬ মিনিটে শেষ হবে তিথি। উল্লেখ্য, যেহেতু এই অমাবস্যা তিথির রাত একমাত্র ৩০ ডিসেম্বরই পাওয়া যাচ্ছে, আর তা সোমবার পড়ছে, তাই এই অমাবস্যাকে সোমবতী অমাবস্যা বলা হয়েছে।
এই অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। এই অমাবস্যার ব্রহ্ম মুহূর্তে স্নান ও দানের রীতি রয়েছে। আর সেই স্নান ও দান বেশ গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে দেখে নেওয়া যাক, ২০২৪ সালের শেষ অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত কখন হচ্ছে। পঞ্জিকা বলছে, ২০২৪ সালের শেষ অমাবস্যার তিথি ভোর ৫ টা ২৪ মিনিটে শুরু হবে। আর তা শেষ হবে সকাল ৬ টা ১৯ মিনিটে। বছরের শেষ অমাবস্যার বিজয় মুহূর্ত দুপুর ০২ ০৭ মিনিটে শুরু হবে, আর তা শেষ হবে ২ টো ৪৯ মিনিটে। গোধূলী মুহূর্ত সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে শুরু হবে আর তা শেষ হবে সন্ধ্যা ৫ টা ৫৯ মিনিটে।
পৌষ অমাবস্যা তিথিতে পুজো করা হয় পৌষকালী দেবীর। পৌষকালীর পুজোয় অত্যাবশ্যকীয় হল ১২ টি লালজবা বা রক্তজবা ফুল, ১২ টি বেলপাতা, লাল সিঁদুর, মুলো, কমলালেবু এবং নতুন গুড়ের মিষ্টি৷ পৌষকালী পুজোর দিন সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ বসনে মা কালীর ছবির সামনে এই অর্ঘ্যগুলি নিবেদন করুন৷ দেবীর বিগ্রহ বা ছবির সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷
পৌষকালী পুজোয় দেবীর পায়ে মুলো নিবেদন করতে ভুলবেন না এই তিথিতে। এই মরশুমি সবজি মূল উপকরণ এই পুজোর। বলা হয়, নিয়ম মেনে নিষ্ঠা ভরে পৌষকালীর পুজো করলে পূর্ণ হয় সকল মনোবাঞ্ছা৷ আমগাছকেও পুজো করা হয় এই পুণ্যতিথিতে৷