চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন সংস্করণ আয়োজন করতে চলেছে পাকিস্তান। আগামী বছরের ফেব্রুয়ারি’তে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে। তার আগে বিরাট পরিবর্তন হল বাবর আজম-শাহিন শাহ আফ্রিদি’দের দলে। ক্রিকেটের সাদা বলের ফরম্যাটে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হল মহম্মদ রিজওয়ান’কে।

কিছু দিন পর থেকেই শুরু হয়ে যাবে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ওডিআই এবং টি২০ সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে সেই সিরিজ হবে। তার আগে পাকিস্তান দলের দায়িত্ব পেলেন সে দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার। জাতীয় দলের দায়িত্ব পেয়ে রিজওয়ান বলেন, “কোনও সন্দেহ নেই যে, অস্ট্রেলিয়ায় খেলতে আমাদের সমস্যা হয়। আগের ফলাফল সেকথাই বলে। কিন্তু এবার আমাদের উপর ভরসা রাখুন। কিছু ভুল আমাদের চোখে পড়েছে। সেগুলোর উপর কাজ চলছে। ইনশাল্লাহ, অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে হারাব।” জিম্বাবোয়ে ও অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের দল ঘোষণার বিষয়ে বিশ্বজয়ী কোচ গ্যারি কার্স্টেনের বক্তব্যকে গুরুত্বই দেওয়া হয়নি। এরপরই ইস্তফা দিয়েছেন তিনি। সেই জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন টেস্ট দলের কোচ গিলেসপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here