হিন্দু ধর্ম অনুসারে, যে কোনও শুভ অনুষ্ঠানেই উলুধ্বনি দেওয়ার চল রয়েছে। সেটা পুজো হোক বা বিয়ে, অন্নপ্রাশন যে কোনও কিছুতেই উলুধ্বনি দেন মহিলারা। তবে বর্তমান প্রজন্মের কাছে এই রীতি নিছকই একটা সংস্কার বলে মনে করা হয়। তাই আজকাল কার দিনের ছেয়ে-মেয়েরা অনেকেই উলুধ্বনি দিতে পারেন না। তবে শাস্ত্রমতে, উলুধ্বনির মাহাত্ম্য জানলে আপনিও চমকে উঠবেন।

কথিত রয়েছে, উলুধ্বনির মাধ্যমে আমরা দেবতাগণকে সন্তুষ্ট করে থাকি সঙ্গে তাঁদের আশীর্বাদও পেয়ে থাকি। এই উলুধ্বনি দেওয়ার ফলে যে কোনও মাঙ্গলিক কাজ আরও বেশি মঙ্গলজনক হয়ে ওঠে। তবে চলুন আজ জেনে নেওয়া যাক উলুধ্বনি দেওয়ার ফলে কী কী উপকারিতা পাওয়া যায়।

 

১) উলুধ্বনিতে আমাদের আশপাশের পরিবেশ পবিত্র হয়ে ওঠে।

২) এর ফলে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূরে সরে যায়।

৩) উলুধ্বনি বাতাসে যে কম্পন সৃষ্টি করে তাতে পরিবেশ জীবাণুমুক্ত হয়।

তবে অনেকের মনেই একটি প্রশ্ন রয়েছে তা হল ছেলেরা কেন উলুধ্বনি দেয় না। শাস্ত্রমতে, মেয়েদের উলুধ্বনি দেওয়ার বিশেষ একটি কারণও আছে। উলুধ্বনি দেওয়ার ফলে মেয়েদের পেট সঙ্কুচিত হয় এবং এর ফলে নানা প্রকার স্ত্রী-রোগ নির্মূল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here