ঘুরতে যেতে সকলেরই মন চায়। কিন্তু পকেটে দিকটা দেখে অনেকেই আর কোথাও যাওয়ার কথা ভাবতে পারেন না। তবে কেউ কেউ আবার দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যা ন করে ফেলেন। তবে বিদেশ মানেই সেখানে যেতে গেলে দরকার হয় ভিসার। তবে কিন্তু কিছু দেশ আছে, সেখানে ভিসা ছাড়াই ভারত থেকে যেতে পারবেন। হয়তো অনেকের কাছে কথাটা শুনে চমকে উঠলেন কিন্তু এটাই সত্যি ।
তবে চলুন দেখে নেওয়া যাক সেই তালিকায় কোন কোন দেশ রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া যেতে লাগবে না ভিসা। আর এই স্থান একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বিশেষ করে এই দেশে আপনি খুব খরচেই ঘুরতে পারবেন। পাশাপাশি মালয়েশিয়ার মতোই ইন্দোনেশিয়া ভারতীয়দের অন্যতম পছন্দের ডেস্টিনেশন। এই দেশে যাওয়ার জন্য ভিসার দরকার হবে না। প্রশান্ত মহাসাগরের এই দেশে যেতে গেলে ভিসা করানোর দরকার নেই।
আবার ভারতের খুব কাছেই রয়েছে মায়ানমার। আপনি যদি এখানেও ঘুরতে যান তাহলে দরকার নেই ভিসার। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রচুর বৌদ্ধ মন্দির দেখতে পাবেন এই দেশে। এমনকি বিনা ভিসায় শ্রীলঙ্কাও ঘুরতে পারবেন ভারতীয়রা।