আমাদের উত্তরবঙ্গ যাওয়ার মতোই উত্তরবঙ্গ থেকেও সারা বছর মানুষ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে যাচ্ছেন। ফলে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হচ্ছে। ভিড় বাড়ছে ট্রেনগুলিতে।

এই অবস্থায় দাবি উঠেছে আরও ট্রেনের। বিশেষ করে রাতের দিনে যাতে উত্তরবঙ্গ থেকে ট্রেন (North Bengal New Train) চালানো হয় সেই দাবি ইতিমধ্যেই জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

North Bengal New Train: চালানো হবে মদনমোহন এক্সপ্রেস

এমনকী এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠিও দিয়েছেন। খুব শীঘ্রই এই বিষয়ে সুরাহা মিলবে বলেই দাবি। জানা যাচ্ছে, ধুবড়ি-শিয়ালদা মদনমোহন এক্সপ্রেস (Madan Mohan Express) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেবারেই নতুন একটি ট্রেন। যেটি কিনা নসিপুর সেতুর উপর দিয়ে চলবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক স্টেশনকে কানেক্ট করবে এই ট্রেন। শুধু তাই নয়, রাতের দিকে চলবে এই ট্রেন। ফলে উত্তর কিংবা দক্ষিণের মানুষের দুই প্রান্তে পৌঁছতে আরও সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

North Bengal New Train: প্রস্তাব গেছে রেল বোর্ডে

সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে এই প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে রেল বোর্ডের কাছে তা পৌঁছে গিয়েছে বলেই খবর। খুব শীঘ্রই ধুবড়ি-শিয়ালদা মদনমোহন এক্সপ্রেস (Madan Mohan Express) চালানো সম্ভব হবে বলেই দাবি রেল আধিকারিকদের। তবে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। বিশেষ করে সার্ভে বেশ কিছু পদক্ষেপ রয়েছে। তা হওয়ার পরেই এই সংক্রান্ত অনুমোদন মিলতে পারে বলে খবর।

North Bengal New Train: পদাতিকের পর ছাড়বে নয়া এই ট্রেন

দীর্ঘ দিন ধরে রাতে উত্তরবঙ্গ থেকে ছাড়বে এমন একটি ট্রেনের দাবি আছে। আর সে কথা মাথায় রেখেই নয়া এই মদনমোহন এক্সপ্রেস (Madan Mohan Express) চালানো হবে। পদাতিক এক্সপ্রেসের পর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাওয়া যাবে। যদিও বিকেল সাড়ে পাঁচটায় এই ট্রেনটি ধুবড়ি থেকে ছাড়বে। তুফানগঞ্জ, নিউ কোচবিহার, মাথাভাঙ্গা, নিউ চ্যাংরাবান্ধা, জলপাইগুড়ি রোড হয়ে ট্রেনটি রাত ১০টা ২০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। সেখানে ১০ মিনিট দাঁড়াবে যাত্রীদের জন্য।

রাত ৮টা ১০ এ পদাতিক ছাড়ে এনজেপি থেকে। এরপর কলকাতা আসার ট্রেন নেই। যাত্রীদের দাবি মেনে মদনমোহন এক্সপ্রেস রাতে এনজেপি থেকে কলকাতার উদ্দেশ্যে যাবে। ইতিমধ্যে টাইম টেবিল তৈরি বলেই দাবি রেল আধিকারিকদের।

North Bengal New Train: উত্তর-দক্ষিণে যোগাযোগ শক্ত হবে

জানা যাচ্ছে, নয়া এই ট্রেনটিকে নশিপুর সেতুর উপর দিয়ে চালানোর ভাবনা আছে রেল আধিকারিকদের। ফলে মুর্শিদাবাদ কিংবা কৃষ্ণনগরের বহু অংশের উপর দিয়ে এটি যেতে পারবে। কলকাতা ছাড়াও এই সমস্ত জায়গায় বহু মানুষ কাজে যান। তাঁদের ক্ষেত্রে যুগান্তকারী হবে। বারবার ট্রেন বদল করতে হবে না।

North Bengal New Train: সম্ভাব্য টাইমটেবিল এবং টিকিটের দাম

সকাল সাড়ে ৯টায় নয়া এই ট্রেনটি শিয়ালদহে পৌঁছবে। এরপর সেদিনই রাত ৮টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ধুবড়ির উদ্দেশ্যে ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে যাবে। যেটি কিনা পৌঁছবে দুপুর ১২টা ৫০ মিনিটে। তবে এই ট্রেন চালানোর আগে প্রয়োজন রেল বোর্ডের অনুমোদন। আর তা পাওয়ার পরেই যাবতীয় ব্যবস্থা চূড়ান্ত করা হবে বলে জানা যাচ্ছে। এমনকি তখনই টিকিটের দাম চূড়ান্ত হবে বলেও জানা গিয়েছে। যা খবর, যাত্রীদের কথা মাথায় রেখে সস্তাই রাখা হবে দাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here