“আমরা চলে যাচ্ছি, কোথায় যাব জানি না, আমাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের উদবাস্তু করে দিল ওরা”- কাঁদতে কাঁদতে এমনটাই বলেছিলেন শ্যামসুন্দরী কালী মন্দিরের পুরোহিত। অভিযোগ উঠেছিল গত ১ জানুয়ারি মন্দিরে আসেন কুণাল ঘোষ ও স্থানীয় কাউন্সিলার। তারপরেই মন্দিরের পুরোহিতদের মারধরও করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই মন্দির বন্ধ করে কালী এবং শিবের মূর্তি নিয়ে সুকিয়া স্ট্রিটের বাড়ি ছেড়েছেন মন্দিরের সেবায়তরা।

মানিকলার সুকিয়া স্ট্রিটে শ্যামসুন্দরী কালীর মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম হত এখানে। দু-বেলা বিনামূল্যে দেওয়া হত ভোগ। বিশেষ বিশেষ দিনে ভিড় উপচে পড়ত এলাকায়। অমাবস্যায় অন্ধাকারে মায়ের পুজোর কাহিনিও ছড়িয়েছিল লোকমুখে। তবে নিমেষে বদলে গেল সেই ছবি। অভিযোগ উঠেছে ভক্তদের থেকে টাকা, গয়না দাবি করেতেন পুরোহিতরা। যদিও ভক্তরা এ দাবি অবশ্য নস্যাত করে দিয়েছেন ভক্তরা।

তবে স্থানীয়রা শুরু থেকেই ক্ষুব্ধ ছিলেন, ভিড়ের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তাঁরা। গত ১ জানুয়ারি সেখানে পৌঁছান কুণাল ঘোষ। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিলেন ‘তৃণমূল কমিশন চেয়েছিলেন, না দেওয়াতেই রোষের মুখে পড়তে হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here