প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার গঠিত হবে। সেই সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত হয় মঙ্গলবার। সেখানেই জানা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহবুদ্দিনের সঙ্গে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ১৩ জন সদস্যের একটি দল বৈঠকে বসে। সেখানে ছিলেন তিন সেনাবাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকেরা।

প্রসঙ্গত, সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন তিনি। বর্তমানে রয়েছেন দিল্লিতে। এই পরিস্থিতিতে সোমবার থেকেই বাংলাদেশ সরকারবিহীন।

বৃহস্পতিবার দুপুরে ইউনূসের বাংলাদেশে ফেরার কথা। দুবাই হয়ে বাংলাদেশে ফিরবেন তিনি। বাংলাদেশে চলতে থাকা অরাজকতা রুখতে মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী এবং ছাত্রনেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

ইউনূস গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা। চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের দরিদ্র মানুষকে জামানত ছাড়াই ঋণ দিয়েছেন ইউনূস। এই ব্যাঙ্ক স্থাপনের ভাবনার জন্যই তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here