যে কোনও দেশের বিচারব্যবস্থাকে যে কত ধরনের ঘটনার সম্মুখীন হয় তার ইয়ত্তা নেই। এই যেমন সঙ্গমের জন্য টাকা চাইতেন স্ত্রী, এমন অভিযোগ এনেই বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন স্বামী। ঘটনাটি তাইওয়ানের। তাঁর অভিযোগ, সঙ্গম করার পরিবর্তে স্ত্রী তাঁর কাছে টাকা চাইতেন। আত্মীয়দের কাছে যখন তখন ‘মোটা’ এবং ‘মিলনে অক্ষম’ বলে অপমানও করতেন যখন-তখন। সেই কারণেই বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে ওই দম্পতির বিয়ে হয়। দুই সন্তানও রয়েছে তাঁদের। মামলকারীর দাবি, ২০১৭ সাল থেকেই স্ত্রী ধীরে ধীরে মিলনে অনীহা প্রকাশ করতে শুরু করেন। ২০১৯ সাল থেকে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক বপ্নধ হয়ে যায়। পাশাপাশি, স্ত্রী তাঁকে ‘মোটা’ এবং মিলনে ‘অক্ষম’ বলেও যখন তখন অপমান করলেন।

২০২১ সালে ওই ব্যক্তি প্রথম বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। তবে স্ত্রীর অনুরোধে মামলা তুলে নেন। অভিযোগ, সেই সময় স্ত্রী তাঁর সঙ্গে মিলনের জন্য টাকা চাইতে শুরু করেন। বাধ্য হয়ে দু’বছর স্ত্রীর থেকে আলাদা থাকার পর আবার বিচ্ছেদের মামলা দায়ের করেছেন ওই ব্যক্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here