সম্প্রতি ভদোদরায় টাটা এয়ারক্র্যাফট কমপ্লেক্সের একটি নতুন ক্যাম্পাস উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র পাশে ছিলেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজ। সেই মঞ্চে দাঁড়িয়ে বার্সেলোনা বনাম রিয়েল মাদ্রিদের ম্যাচ নিয়ে কথা বলতে শোনা গেল মোদি’কে।

গত শনিবার সান্তিয়াগো বার্নাবিউ’তে গিয়ে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে হানসি ফ্লিকের দল। ৪-০ গোলে বাজিমাত করেছে বার্সেলোনা। এই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন রবার্ট লেওয়ানডস্কি-লামিন ইয়ামাল। বার্সেলোনায় থাকাকালীন লিওনেল মেসি’র সময়ের সেই ঝলক দেখাচ্ছিলেন তাঁরা। আর সেই ‘এল-ক্লাসিকো’র কথা খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র মুখে শোনা গেল তাও আবার স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজ’র সামনে। দেশের প্রধানমন্ত্রী বলেন, “স্প্যানিশ ফুটবল ভারতে অনেকেই পছন্দ করেন। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচ নিয়েও ভারতে আলোচনা হয়েছে। বার্সেলোনার দুর্দান্ত জয় এখানেও ছিল আলোচ্য বিষয়। স্পেনে যেরকম দুই ক্লাব নিয়ে তর্কবিতর্ক হয়, এখানেও তার চেয়ে কিছু কম হয় না। এ আমি আপনাকে বলতে পারি।” এ দিন জয়ের ফলে ‘এল-ক্লাসিকো’তে বার্সেলোনার টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড বজায় থাকল। এই ম্যাচে নামার আগে লা লিগায় ৪২ ম্যাচ অপরাজিত ছিল কিলিয়ন এমবাপে-ভিনিসিয়াস জুনিয়র’দের দল।

http://<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Modi Ji talking about Barcelona and Real Madrid fans at each other&#39;s throats after the Barca winning the El Clásico wasn&#39;t on my 2024 list. 🙏🏽 <a href=”https://t.co/VOrluPOfGY”>pic.twitter.com/VOrluPOfGY</a></p>&mdash; Darshan Pathak (@darshanpathak) <a href=”https://twitter.com/darshanpathak/status/1850784051189149748?ref_src=twsrc%5Etfw”>October 28, 2024</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here