জুতো মানুষের নিত্যসঙ্গী। রাস্তার ফুটপাথ তো বটেই, জুতোর কেনার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করতেও পিছপা হয় না। কত নামী দামি ব্র্যান্ড রয়েছে যাদের জুতো যেমন টেকসই তেমনই আরামদায়ক। কিন্তু দাম দিয়ে জিনিস কিনলেই যে সে জিনিস বেশিদিন টিকবে এমন তো কথা নেই। অনেক সময় দেখা যায় দামি জুতোও ছিঁড়ে যাচ্ছে। কিন্তু কিছু নিয়ম মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এক জুতো বহু দিন চলতে পারে।
জুতো খোলার সময় আরও যত্নশীল হোন। ফিতে খুলে তবেই জুতো খুলুন। এক পা দিয়ে অন্য পায়ের জুতো খুলবেন না। মাড়াবেন না জুতো।
সরাসরি রোদে জুতো না রাখাই ভাল। উচ্চ তাপমাত্রাতেও জুতো রাখবেন না। ওতিরিক্ত তাপ বা রোদ জুতোর আঠাকে নষ্ট করে দেয়। ওয়াশিং মেশিনে জুতো কাচবেন না। ড্রায়ার দিয়ে শুকানোও উচিত নয়।
জুতো পাশাপাশি সাজিয়ে রাখুন। একটির উপর অন্যটি চাপিয়ে দেবেন না। জুতো রাখার আলাদা জায়গা করুন সবার আগে।
এক জুতো সব ক্ষেত্রে ব্যবহার করবেন না। শরীরচর্চার জুতো আলাদা হোক, অফিস যাওয়ার জুতো আলাদো হোক, আলাদা হোক এদিক ওদিক যাওয়ার জুতো। সব জুতোর সহনশক্তি সমান হয় না।
জুতো ভিজে গেলে কখনও রোদে দেবেন না। বরং খোলা হাওয়ায় শুকনোর চেষ্টা করুন। লেস বাঁধা জুতো হলে ইনার সোল বের করে নিয়ে ভিতরে খবরের কাগজ পুরে দিন। এতে জুতোয় গন্ধও হবে না।
দামি জুতো বার বার জলে কাচার চেয়ে বেবি ওয়াইপস দিয়ে মুছে নিতে পারেন। ব্রাশে সাবান লাগিয়েও পরিষ্কার করে নিতে পারেন জুতো। তবে পরিষ্কার করার সময় আবার গায়ের জোরে ঘষবেন না যেন।