বিরাট চমক লেক ক্লাবের। রবিবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হল আইকনিক ভিনটেজ এন্ড ক্লাসিক কার শো। এ দিন লেক ক্লাবে প্রায় ৭৭টি ঐতিহ্যবাহী গাড়ি এবং বাইক শো করা হয়। যেখানে ভিড় জমান অসংখ্য মানুষ।
গাড়ি এবং বাইকগুলির ঐতিহ্য বিশেষে মোট ন’টি গ্রুপে ভাগ করে রাখা হয়েছিল। ভারতের স্বাধীনতা লাভের আগে কেনা গাড়িগুলি রাখা হয়েছিল গ্রুপ এ’তে। ১৯৩০ সালের আগে কেনা গাড়িগুলি রাখা ছিল এই গ্রুপে। এরপর ১৯৩১ থেকে ১৯৪০ পর্যন্ত গাড়ি ছিল গ্রুপ বি’তে। তৃতীয় গ্রুপের গাড়িগুলি ছিল একটু অন্যরকম। দু’টি দরজা বিশিষ্ট চার চাকার গাড়িগুলি ছিল এই গ্রুপের অংশ। এই অনুষ্ঠানে শুধুমাত্র গাড়ি নয়, রাখা হয় মটরসাইকেলও যেগুলির এক একটার বয়স প্রায় ১০০ বছরের বেশি। ১৯২৩ সালের একটি বাইক রাখা হয় এই শো’তে, যার গিয়ার মূলত হাত দিয়ে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি। পাশাপাশি এখানে রলস রয়েস থেকে শুরু করে ফেরারি, ভক্সওয়াগন, ফোর্ড, মরিস, মার্সিডিস, ল্যান্ড রোভার, অস্টিনের মতো বিদেশি কোম্পানির গাড়ি শো করা হয়। তৎকালীন সময় এই গাড়িগুলির দাম হাজার কিংবা কয়েক লাখ হলেও বর্তমান বাজারমূল্য অনুযায়ী এগুলির দাম কয়েক কোটি।