কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর মুখে অর্জুন যখন দ্বিধাগ্রস্ত হয়ে অস্ত্র ত্যাগ করেন, তখন তাঁকে গীতার উপদেশ দান করে জীবনের আসল উদ্দেশ্য বুঝিয়েছিলেন শ্রীকৃষ্ণ। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। গীতার এই শিক্ষা জীবনে প্রত্যেকের পাথেয় হওয়া উচিত।
মহাভারতে অর্জুনকে গীতার জ্ঞান দেওয়ার সময় অর্জুন বলেন যে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে ভালো চিনি। এই পৃথিবীর অন্য কেউ এর থেকে ভালো আমাদের চিনতে পারে না। আমরা নিজেদের সম্পর্কে যতটা জানা, তা আর কেউ জানে না। কোনও মানুষ যেদিন নিজের দোষ গুণ সব জেনে যাবেন, তাঁকে আর কেউ আটকাতে পারবে না।
শ্রীকৃষ্ণ বলেছেন যে মনের মধ্যে অকারণ ভয় বাসা বেধে থাকলে তা শুধু আমাদের সময় নষ্ট করে। তাই নিজের লক্ষ্য অর্জন করতে আগে মনের থেকে ভয় দূর করতে হবে।
গীতায় বলা হয়েছে যে রাগ হল আমাদের একটা অসুখ, যা আমাদের ভেতর থেকে ফাঁকা করে দেয়। আপনি যদি সময় রেগে থাকেন, তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। নিজের শক্তি এই ভাবে আপনি নষ্ট করবেন এবং রাগ আপনাকে ধীরে ধীরে গ্রাস করে নেবে। তাই রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনও সরল মানুষকে ঠকালে তা আমাদের ধ্বংসের দরজা খুলে দেয়। প্রথমে ওই ব্যক্তি নিজের জয় উপভোগ করেন, কিন্তু ধীরে ধীরে তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে থাকে, যা তাঁ পতন অবশ্যম্ভাবী করে তোলে।
শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে জীবনে বন্ধু থাকা জরুরি। কিন্তু একা হয়ে যাওয়ার ভয়ে কখনও কোনও ভুল মানুষের সঙ্গে বন্ধহুত্ব করা উচিত নয়। ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে তার পরিণাম কখনও ভালো হয় না।