ইতিবাচক শক্তি সঞ্চারিত করার জন্য, আমরা বাস্তু অনুসারে বাড়ির নির্মাণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ সব কিছুই ভাবনা চিন্তা করে করি। তবে দেব-দেবীর মূর্তি বা ছবিও বাস্তু অনুসারে সঠিক দিকে রাখা উচিৎ। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।

দেবী লক্ষ্মীকে হিন্দু ধর্মে বলা হয় সম্পদ ও সমৃদ্ধির দেবী। যে বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন সেখানে কখনও অর্থের অভাব হয় না। কমলাসনার এমন ছবি যেখানে ঐরাবত হাতি রয়েছে তাঁকে গজলক্ষ্মী বলা হয়।

বাড়িতে গজলক্ষ্মীর ছবি রাখা এবং পুজো করা খুবই শুভ। বাড়িতে এমন ছবি বা মূর্তি যদি থাকে যাতে হাতি শুঁড় দ্বারা একটি পাত্র বহন করছে, তাহলে তা অত্যন্ত শুভ।

গজলক্ষ্মী ঐরাবতে উপবিষ্টা। তিনি স্বাস্থ্য, সুখ, সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক। বাড়িতে গজলক্ষ্মীর পুজো করলে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে।

কিন্তু ভুল দিকে গজলক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করে পুজো করলে তারও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বাড়িতে গজলক্ষ্মীর ছবি কোন দিকে রাখতে হবে তা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে।

গজলক্ষ্মীর ছবি বাড়ির উত্তর-পূর্ব কোণে (ঈশান কোণ) বা ঠাকুরঘরের ডানদিকে রাখা শুভ। এছাড়াও উত্তর দিকেও গজলক্ষ্মীর ছবি রাখতে পারেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here