জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, যে বাড়িতে মানিপ্ল্যান্ট গাছ থাকে, তার আর্থিক দিকে যেমন লাভ হয়, তেমন বাড়িতে সুখ, সমৃদ্ধিও বিরাজ করে। কথিত আছে, এই উদ্ভিদ বাড়িতে রাখলে সেই ব্যক্তির বাড়িতে কখনওই দারিদ্রতা থাকে না। এমন কি বাড়িতে বাস্তুত্রুটি থাকলে তাও কিন্তু কেটে যায়।

যদি আপনি জীবনে আর্থিক ক্ষতির সম্মুখীন হন, তা কাটাতে চান তাহলে অবশ্যই বাড়িতে লাগাতে পারেন মানিপ্ল্যান্ট। বাড়িতে শোওয়ার ঘরে মানিপ্ল্যান্ট রাখা যায় কি? মানিপ্ল্যান্ট বাড়িতে থাকলে কি কোনও সমস্যা হয়? জেনে নিন।

শোওয়ার ঘরে কি এই গাছ রাখতে পারবেন

শোওয়ার ঘরেও কিন্তু মানিপ্ল্যান্ট লাগানো যায় এমনটাই বলছে বাস্তুশাস্ত্র। কিন্তু তবে তা সঠিক দিকে রাখতে হবে। দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত। দক্ষিণ-পূর্ব দিকে অত্যন্ত শুভ দিক। এতে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও মজবুতভাবে হবে। ঝগড়া, অশান্তি কখনওই হবে না।

কোনদিকে এই গাছ লাগাবেন

শুক্রবার বাড়িতে এই গাছ লাগানো অত্যন্ত শুভ। এতে স্বামী-স্ত্রীর মধ্যে যে অশান্তি ছিল তা কেটে যাবে। শোওয়ার ঘরে এই গাছ রাখতে পারেন। বিশ্বাস করা হয়, এই প্রতিকার করলে আপনার জীবনে শান্তি ফিরে আসবে। সেই সঙ্গে পরিবারের প্রতিটি সদস্যদের সম্পর্ক খুব মধুর হবে।

কোথায় রাখবেন না

মানিপ্ল্যান্ট গাছ কখনওই মাটিতে রাখবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। একটি পাত্রে এটি লাগাবেন। নীল বা সবুজ রঙের কাঁচের বোতলে মানিপ্ল্যান্ট লাগাতে পারেন। এটি লাগানোর পরে তাতে তার লতা ধরে রাখার ব্যবস্থা করুন বা দড়ি বেঁধে তার সঙ্গে অন্য একটি বাঁশ বেঁধে রেখে দিন।

পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখুন এই গাছ

মানিপ্ল্যান্ট গাছ লাগাবার পর সেই জায়গায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এই গাছ রাখলে কারও অশুভ দৃষ্টি আপনার ওপর পড়বে না। এমনকি আপনার শরীর সুস্থ থাকবে। তবে নোংরা জায়গায় মানিপ্ল্যান্ট গাছ রাখা একদমই ভাল নয়।

বাড়বে সুখ, সমৃদ্ধি

বলা হয়, জীবনে সুখ, সমৃদ্ধি বাড়াতে, আর্থিকদিকে উন্নতি চাইলে বাড়িতে অবশ্যই মানিপ্ল্যান্ট গাছ লাগানো দরকার। অবশ্যই বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে মানিপ্ল্যান্ট লাগাবেন। এটির বাড়ি, দক্ষিণ পূর্ব দিকে এটি লাগাতে পারেন। এতে আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয় পরিবারের সঙ্গেও সুখে থাকতে পারবেন আপনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here