গার্হস্থ্য হিংসা আমাদের দেশে আকছাড় ঘটে। সাধারণত স্ত্রীর উপর স্বামী অত্যাচার করছেন, এমনটাই শোনা যায়। অথচ স্ত্রী স্বামী কে শারীরিক অত্যাচার করছেন এমন ঘটনাও ঘটে। এই তো সম্প্রতি স্ত্রীর উপর মন খারাপ করে আত্মহত্যা করেছেন বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ার। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা, নারীদের জন্য যেমন মানসিক বা শারীরিক নির্যাতনের আইন আছে, তেমনি পুরুষদের জন্যও কোনও আইনি বিকল্প আছে কি?
কোনও স্ত্রী যদি অস্ত্র বা লাঠি দিয়ে তার স্বামীকে মারধর করে, তাহলে তার বিরুদ্ধে IPC-এর 323 ধারায় অভিযোগ দায়ের করার সম্পূর্ণ অধিকার রয়েছে স্বামীর। এরকম পরিস্থিতিতে বিবাহিত পুরুষরা কী করতে পারেন?
ভারতে, স্ত্রীর দ্বারা স্বামীদের হয়রানি সংক্রান্ত মামলা পারিবারিক আদালতে বা ফ্য়ামিলি কোর্টে শুনানি হয়। সাধারণত এই ধরনের মামলার জন্য ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 498A (স্ত্রী বা তার পরিবারের সদস্যদের দ্বারা স্বামীদের হয়রানি) এর বিধান রয়েছে।
স্বামী যদি মানসিক, শারীরিক বা আর্থিক নির্যাতনের শিকার হন, তাহলে তিনি থানায় অভিযোগও করতে পারেন, তারপর বিষয়টি আদালতে যেতে পারে। যদি কোনও নারী তার স্বামীকে কোনও অস্ত্র বা লাঠি দিয়ে মার, তাহলে স্বামীর 323 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সম্পূর্ণ অধিকার রয়েছে।
যদি আঘাত গুরুতর হয়, তবে মেডিকেল চেকআপ করার পরে, তিনি তার স্ত্রীর বিরুদ্ধে 326 ধারায় অভিযোগ দায়ের করতে পারেন। এ ছাড়া, স্ত্রী যদি মিথ্যা অভিযোগ করেন, তাহলে স্বামী ভারতীয় ধারা 182-এর অধীনে অভিযোগ দায়ের করতে পারেন।