অবসর নিচ্ছেন রোহিত শর্মা! গাব্বায় ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়ে গেলেন ভারত অধিনায়ক। মাত্র ১০ রান করে আউট হন তিনি। গ্যালারিতে ফেরার আগে নিজের গ্লাভস জোড়া বিল বোর্ডের কাছে ফেলে রেখে যান রোহিত। এর পরই তাঁর অবসরের বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়।
বিজ্ঞাপনের বোর্ড যেখানে রয়েছে, তার ঠিক পিছনেই পড়ে থাকে রোহিতের গ্লাভস জোড়া। সেই ছবিই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পর থেকেই রোহিতের অবসর নিয়ে আলোচনা হচ্ছে। সচরাচর রোহিত এমন আচরণ করেন না। কিন্তু লাগাতার ব্যাটিং ব্যর্থতার পরে হতাশা গ্রাস করেছে তাঁকেও। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। তার উপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে ভারত ভাল পারফরম্যান্স তুলে ধরতে পারছে না। অধিনায়কের উপরে অনেক কিছু নির্ভর করছিল। নিজের উপরে হতাশায়, ব্যর্থ হওয়ার প্রেক্ষিতেই তিনি হয়তো তাঁর বিশ্বস্ত গ্লাভস জোড়া ফেলে রেখে আসেন ডাগ আউটের বাইরে। সাধারণত ব্যাটাররা অবসর নেওয়ার আগে এমন কাণ্ড করে থাকেন। যা দেখার পর থেকে সবাই মনে করতে শুরু করেছেন অবসর নিতে চলেছেন রোহিত। সেই ইঙ্গিত তিনি দিয়ে গেলেন গ্লাভস জোড়া ছুড়ে দিয়ে। তবে এই বিষয়টি নিয়ে সরকারি ভাবে কিছু জানা যায়নি। রোহিত নিজেও ব্যক্তিগত ভাবে কিছু খোলসা করেননি।