আটা বা ময়দা মাখার সময় কয়েকটি ছোট ভুল আপনার জীবনে বড় বিপদ নিয়ে আসতে পারে। শুধু আপনার জীবন নয় আটা ময়দা মাখার সময় এই ভুলগুলো আপনার গোটা পরিবারের জীবনে অশুভ প্রভাব ফেলতে পারে। আটা ময়দা মাথার সময় করা ভুল কাজ আর্থিক পরিস্থিতি, উন্নতি, স্বাস্থ্য এবং দাম্পত্য জীবনে অশুভ প্রভাব ফেলে। আটা ময়দা মাখার সময় কয়েকটি নিয়ম মেনে চললে তার শুভ প্রভাবে গোটা পরিবারের উন্নতি ঘটে।
রান্নাঘরে রুটি তৈরির জন্য আটা মাখার সময় খুব বেশি আটা মাখবেন না। যতটা প্রয়োজন ততটাই আটা মাখুন। অনেক সংসারে বেশি করে আটা একবারে মেখে পরের দিনের জন্য ফ্রিজে রেখে দেওয়া হয়। কিন্তু এই কাজ করলে কঠিন অসুখ হতে পারে পরিবারের সদস্যদের। এছাড়া ফ্রিজে বাসি আটা রেখে দিলে সংসারে দারিদ্র্য আসতে পারে। কারণ এর থেকে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়তে পারে।
আটার লেচি তৈরি করার সময় অবশ্যই তার গায়ে নিজের আঙুলের ছাপ দিন। আমরা মা ঠাকুমাদের এমনটা করতে দেখেছি। কিন্তু এর কারণ নির্দিষ্ট করে অনেকেরই জানা নেই। প্রয়াত পিতৃপুরুষদের পিণ্ডদান করার সময় আটার গুলি তৈরি করে দেওয়া হয়। তাই রুটি তৈরির সময় আটার গুলিতে আঙুলের ছাপ না রাখতে পিতৃদোষ দেখা দিতে পারে।
কেবলমাত্র স্নান করে তবেই আটা মাখুন। আটা মাখার সময় একটি তামার পাত্রে জল নিন। এরপর একটু আটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। রুটি তৈরির পর প্রথম রুটি গোরুকে খাওয়ানোর জন্য তুলে রাখুন। এর ফলে আপনার সংসারে পজিটিভ এনার্জির প্রভাবে সুখ ও শান্তি বজায় থাকবে।
আটা মাখার পর ওই পাত্রে জল বেঁচে গেলে তা ফেলে না দিয়ে কোনও গাছের গোড়ায় ঢেলে দিন। এর ফলে গ্রহদোষ কেটে যায়।