
দার্জিলিঙে বেড়াতে গিয়ে মৃত্যু হল বাঙালি পর্যটকের। মৃতের নাম অমিয়নাথ ঘোষ (৫৫)। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। জানা গিয়েছে, দার্জিলিং সদর হাসপাতালে ময়নাতদন্তের পর তাঁর দেহ শনিবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
গত ২৯ জানুয়ারি সপরিবার পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন অমিয়। প্রথমে গিয়েছিলেন যান কালিম্পঙে। সেখান থেকে ৩০ জানুয়ারি তাঁরা যান দার্জিলিঙে। এরপর ঘুম ঘুরে শহরে অন্যতম পর্যটন স্থান ম্যালে যান। কাঞ্চনজঙ্ঘা দেখে ও আশপাশের এলাকা ঘুরে হোটেলে ফিরে অসুস্থ বোধ করেন অমিয়। রাতেই তাঁকে দার্জিলিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
এই নিয়ে গত তিন মাসে মোট সাত জন পর্যটকের মৃত্যু হল পাহাড়ে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েও দার্জিলিঙে বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছিল। তার আগে সান্দাকফুতেও মৃত্যু হয় এক জনের।