নতুন বছরের শুরুতেই সকলে চোখ বুলিয়ে নেন, নতুন বছরের ছুটির দিনগুলিতে। আর পরিকল্পনা করে নেন কীভাবে একটা ছোট ছুটি নিয়ে বেড়াতে যাওয়া যায়।

রং খেলতে ভালবাসেন যাঁরা, কিংবা যাঁরা যেতে ভালবাসেন শর্ট ট্রিপে, উভয় ধরনের মানুষের জন্যই এবার হোলির দিনটা বেশ ভাল।
শনি ও রবি অনেকেরই ছুটি থাকে। তার আগে বা পিছে একটা ছুটি যুক্ত হলেই সোনায় সোহাগা।

হোলির আনন্দে মেতে ওঠেন সারা দেশের মানুষই । তাই কেউ ভালবাসেন নিজের বাড়িতে হোলি খেলতে, কিংবা হোলি উপভোগ করতে কেউ কেউ অন্য কোথাও যান।

তাই রঙের উৎসবের দিনটা কবে, সেই দিকে নজর থাকে প্রত্যেকেরই। ২০২৫ সালে হোলির ছুটিটা বেশ আকর্ষণীয় দিনে।
২০২৫ সালে হোলি পালিত হবে শুক্রবার। ক্যালেন্ডার অনুসারে , ১৪ মার্চ।

হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব হবে ১৩ মার্চ। ১৪ মার্চ পড়েছে ফাল্গুন পূর্ণিমা তিথি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here