![FotoJet - 2025-01-08T164344.264](https://sportsnscreen.com/wp-content/uploads/2025/01/FotoJet-2025-01-08T164344.264.jpg)
প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু ত্রুটি থাকে। এই ত্রুটিগুলির কারণে ব্যক্তিকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কখনও আর্থিক ক্ষতি আবার কখনও শারীরিক ক্ষতি।তাই এসব ত্রুটি থেকে মুক্তি পেতে বাস্তুশাস্ত্রে কিছু প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে, যা করলে সকল প্রকার দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
দোষ থেকে পরিত্রাণ পেতে, কুকুরকে প্রতিদিন খাওয়ানো উচিত। পুরাণে কুকুরকে ভৈরবের বাহন বলা হয়েছে। অতএব, প্রতিদিন কুকুরকে রুটি খাওয়ালে দিলে তা আপনার জন্য রক্ষাকবচ হিসাবে কাজ করবে।
বাড়িতে প্রতিদিনের ঝগড়া-বিবাদ বাড়ির শান্তি নষ্ট করে। গৃহস্থালির নিত্য অশান্তি এড়াতে মাছকে খাবার খাওয়ানো খুবই শুভ বলে মনে করা হয়। মাছকে খাওয়ালে বিবিধ দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
দাগ থেকে মুক্তি পাওয়ার সহজ সমাধান হল পাখিদের জন্য জল রাখা। আপনি আপনার ছাদে পাখিদের জন্য জল রাখতে পারেন।
হিন্দু ধর্মে গরুকে পূজনীয় বলে মনে করা হয়। কথিত আছে, গরুতে ৩৩ কোটি দেব-দেবীর অধিবাস। তাই গরুকে খাওয়ালে সর্বদা তৃপ্তি লাভ হয়, ঘরে মনোরম পরিবেশ আসে।
দোষত্রুটি থেকে মুক্তি পেতে ধর্মীয় স্থানে জলের ব্যবস্থা করাও একটি পুণ্যের কাজ। এর ফলে ঘরে কখনও অশান্তি প্রবেশ করে না।