চাণক্য নীতিতে জীবনে সাফল্য অর্জন. ধর্ম, অধর্ম, কর্ম, পাপ ও পুণ্য অনেক বিষয়ে যেমন উল্লেখ রয়েছে, তেমনি সংসার জীবনে স্বাচ্ছন্দ্য বজায় থাকে, তারও পরামর্শ দেওয়া হয়েছে। চাণক্য নীতি অনুসারে, বাড়ির একমাত্র ছাতার মধ্যে কী কী গুণ থাকা উচিত? চলুন জেনে নেওয়া যাক বিশদে।
আচার্য চাণক্যের মতে, বাড়ির প্রধানকে বিচক্ষণ ও বুদ্ধিমান হতে হবে। পরিবারের চাহিদার কথা মাথায় রেখে অর্থ ব্যয় সীমিত রাখা উচিত। অযথা খরচও বন্ধ করা উচিত। এর মাধ্যমে, পরিবারে দ্রুত উন্নতি হয় ও ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয় করাও সহজ হয়।
পরিবারে শৃঙ্খলা বজায় রাখতে পারেন একমাত্র বাড়ির প্রধান। শৃঙ্খলা মানুষকে আরও সংযত রাখতে সাহায্য করে। তাই বাড়ির শৃঙ্খলা বজায় রাখলে যে কোনও কাজে সফল হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
পরিবারের সদস্যদের মধ্যে যিনি কর্তা তাঁর কখনওই বৈষম্য করা উচিত নয়। সকলের জন্য সমান নিয়ম-কানুন তৈরি করা উচিত।
চাণক্য নীতি অনুসারে, যেকোনও পরিস্থিতিতে সঠিক ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে একজন গৃহকর্তা বা গৃহকর্ত্রীর। কারণ পরিবারের প্রধানের নেওয়া সিদ্ধান্তগুলিই পরিবারের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।