কৌশিক চক্রবর্তী
দীর্ঘ চোট কাটিয়ে দাপটের সঙ্গে প্রত্যাবর্তন করেছেন মহম্মদ শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৯ ওভারে নিয়েছেন ৪টি উইকেট। জাতীয় দলের বিধ্বংসী পেসারের দুরন্ত প্রত্যাবর্তনে খুশি দেবাং গান্ধি।
প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “খুবই ভাল লাগছে দীর্ঘ দিন বাইরে থাকার পর ও মাঠে ফিরে এসেছে। ১৯ ওভার বোলিং করেছে, যা এক রকমের ফিটনেস টেস্ট-ই বলা যায়।” পাশাপাশি শামির ৪ উইকেট পাওয়া নিয়ে তাঁর আরও সংযোজন, “আমি একেবারেই অবাক নই প্রত্যাবর্তনের ম্যাচে এখনও পর্যন্ত ও চার উইকেট পাওয়ায়। আমরা আন্তর্জাতিক ক্রিকেটে যাঁকে দেখেছি এত উইকেট নিতে সে ঘরোয়া ক্রিকেটে উইকেট পাবে এটাই স্বাভাবিক। শামির মাঠে ফেরা ভারতীয় ক্রিকেটের জন্য বড় খবর। বর্ডার-গাভাসকর ট্রফির দলে শামি সুযোগ পেলে তা অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের জন্য বড় অ্যাডভান্টেজ হবে।”
তবে, তার আগে শামির ফিটনেস যে একটা বড় বিষয় সেটিও উল্লেখ করতে ভুল করেননি দেবাং। তাঁর সংযোজন, “নির্বাচকরা শামির ক্ষেত্রে যেটা মূলত দেখবে সেটা হল ওর ফিটনেস। দ্বিতীয় ইনিংসে যখন বোলিং করবে সেই সময়ে কোন ইন্টেনসিটিতে বোলিং করছে সেটার দিকেও নজর থাকবে। আজকে কী ভাবে রিকভারি করছে সেটাও গুরুত্বপূর্ণ। চোট কাটিয়ে উঠে অস্ট্রেলিয়ায় পাঁচ দিনের এক একটা ম্যাচ খেলাটা সহজ কাজ নয়। ফিটনেসের যে মাপকাঠি রয়েছে সেইগুলো ও অ্যাচিভ করতে পারছে কি না, সেই দিকে নজর রাখতে হবে। এ ছাড়া ওর দক্ষতা নিয়ে কিছু বলার থাকতে পারে না কারণ আমরা প্রত্যেকেই জানি ও সম্পূর্ণ ফিট থাকলে কী করতে পারে।”
ভারতীয় দল এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে চারটি টেস্ট জিততে হবে। এই পরিস্থিতিতে শামির ফিটনেস যদি ঠিক থাকে তা হলে অবশ্যই তাঁকে রেখেই দল গড়া উচিৎ মনে করেন দেবাং। তিনি বলছে, “বর্ডার-গাভাসকর ট্রফি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেখানে শামি যদি সম্পূর্ণ ফিট থাকে তা হলে ওর দলে সুযোগ পাওয়ার বিষয়ে আমি আশাবাদী। কারণ ও থাকলে সেটা ভারতের জন্য সেটা বড় বিষয় হবে।”