আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। যদিও সন্দীপের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বুধবার আদালতকে জানিয়েছে রাজ্য।
এর আগে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। তিনি বলেছিলেন আরজি করের ঘটনার পর থেকে তাঁকে নিয়ে অনেক ভুয়ো তথ্য ছড়াচ্ছে সমাজমাধ্যমে। ফলে বাড়িতে হামলা হতে পারে। তাঁর স্ত্রী এবং পুত্রের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও জানান সন্দীপ ঘোষের আইনজীবী।
বুধবার হাই কোর্টে রাজ্য জানায়, সন্দীপের বাড়ির সামনে পুলিশ পিকেট রয়েছে। ওই বাড়ির নিরাপত্তার দিকে নজর রাখছেন স্বয়ং বেলেঘাটা থানার ওসি। রাজ্যের বক্তব্য শুনে মামলাটির নিষ্পত্তি করে দেয় আদালত। বিচারপতির নির্দেশ, মামলাকারীর বাড়ির সামনে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে পুলিশকে।
অভিযোগ, সন্দীপ অত্যন্ত প্রভাবশালী। এই তদন্তপ্রক্রিয়াকেও তিনি প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আন্দোলনকারীরা। এর পর চাপের মুখে সন্দীপ নিজেই পদত্যাগ করেন। তাঁকে সে দিনই অন্য হাসপাতালের অধ্যক্ষ পদে নিয়োগ করেছিল রাজ্য সরকার। তবে কলকাতা হাই কোর্ট সন্দীপকে আপাতত লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে।