অনেকেই রুদ্রাক্ষ পরেন। এর আধ্যাত্মিক শক্তি রয়েছে বলে মনে করেন বহু মানুষ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রুদ্রাক্ষ পরলে সমস্ত ধরণের নেতিবাচক শক্তি ও রোগ থেকে মুক্তি পাওয়া যায়। রুদ্রাক্ষ ধারণ করলে মহাদেবের কৃপা পাওয়া যায় এবং সেই সঙ্গে সাফল্য পায় ও প্রচুর অর্থও লাভ করা যায়।
শিবপুরাণ অনুযায়ী মহাদেবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছিল। এটি মহাদেবের অন্যতম প্রিয় একটি জিনিস। তবে রুদ্রাক্ষ পরার কিছু বিশেষ পদ্ধতি ও নিয়ামাবলী রয়েছে। এই সকল নিয়ম অমান্য করলে মহাদেব রুষ্ট হন।
রুদ্রাক্ষ পরলে কিছু বিশেষ স্থান এড়িয়ে যাওয়া উচিৎ। শাস্ত্র মতে, যে ব্যক্তি রুদ্রাক্ষ পরিধান করেছেন, তিনি এমন কোনও স্থান যেতে পারবেন না যেখানে কোনও ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে খুব প্রয়োজন থাকলে আপনি রুদ্রাক্ষ খুলে সেই স্থানে যেতে পারবেন।
কোনও ব্যক্তি রুদ্রাক্ষ পরে থাকলে তিনি মদ ও মাংস স্পর্শ করতে পারবেন না। যেখানে মদ্যপান করা হয় এমন জায়গায় তাঁকে এড়িয়ে যেতে হবে।
ঘুমানোর সময় রুদ্রাক্ষ খুলে ফেলা উচিৎ। কারণ এই সময়ে আমদের শরীর অশুদ্ধ ও অলস থাকে। এর পাশাপাশি ঘুমানোর সময় রুদ্রাক্ষ ভেঙ্গে যাওয়ারও ভয় থাকে।