আজ কৌশিকী অমাবস্যা। অমাবস্যা স্থানী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। সোমবার রাত ৯টার পর মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। এই সময় কয়টি জিনিস পালন করুন। এতে একদিকে যেমন জীবনের সকল বাধা দূর হবে, তেমনই হবে ব্যবসায় উন্নতি।

শুভদিনে গঙ্গা স্নান করতে চান সকলে। এই দিন সকালে গঙ্গা স্নান করুন। এতে মিলবে উপকার। এদিন পবিত্র নদীতে স্নান করে মায়ের পুজো করলে মিলবে উপকার। মায়ের আশীর্বাদ পাবেন।

তন্ত্রসাধনার জন্য সাধারণ জ্যোতিষীর অমাবস্যার রাতকেই বেছে নেন। এই দিন মায়ের পুজো তো করবেনই। এরই সঙ্গে কয়টি টোটকা পালনে মিলবে উপকার। এদি কুশের আসনে দেবীকে বসিয়ে পুজো করলে মিলবে মায়ের আশীর্বাদ।

সকলেরই বাড়িতে দেবী তারার মূর্তি থাকে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে দেবীর আরাধনা করুন। দেবীর সামনে ফল, মিষ্টি দিন। দিন লাল জবা। ঘি-র প্রদীপ জ্বালিয়ে আরাধনা করলে মিলবে উপকার। জীবনের সকল বাধা কেটে যাবে। নানা সময় জীবনে নানান জটিলতা আসে। সেই জটিলতা থেকে মিলবে মুক্তি।

তেমনই ব্যবসার বাধা দূর করতে বিশেষ টোটকা পালন করতে পারেন। ব্যবসায় উন্নতি করতে এই দিন রাত নটা নাগাদ বিশেষ টোটকা পালন করুন। এই সময়টি শুভ। শাস্ত্র মতে, বৃহস্পতি হল ইষ্ট দেবী তারা। ফলে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করলে মিলবে উপকার। অর্থভাগ্য হবে উন্নত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here