অনেকে উপার্জন করেও সেই অর্থ কিন্তু ধরে রাখতে পারেন না। যে কারণে জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এর প্রথম ও প্রধান কারণ হচ্ছে বাস্তুত্রুটি। বাড়িতে যদি বাস্তু দোষ থাকে কিংবা জন্মকুণ্ডলীতে যদি গ্রহ দোষ থাকে তাহলে ব্যক্তি কখনোই জীবনে উন্নতি করতে পারবেন না।
নিত্যদিনের করা অনেক ভুলই জীবনে নানা সমস্যার সৃষ্টি করে। এমনকি আর্থিক সঙ্কটেরও সম্মুখীন হতে হয় ব্যক্তিকে। বাড়ির এই জায়গায় কখনোই টাকা রাখবেন না। এতে আপনার জীবনে আর্থিক সঙ্কট দেখা দেবে। জানুন কোন কোন জায়গায় টাকা রাখবেন না।
এই জায়গায় আলমারি রাখবেন না
আলমারি খুব অন্ধকার জায়গায় রাখেন, তাহলে সেখানে ভুলেও টাকা রাখবেন না। বাস্তু মতে অন্ধকার স্থানে টাকা রাখলে বাস্তুতরুটির সৃষ্টি হয়। আপনার বাড়ির উত্তর দিতে হল নিরাপদ দিক। সেই দিকে আলমারি রাখুন। সেদিকেই টাকা রাখুন। এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।
দেওয়ালের দিকে রাখবেন না
যে দেওয়াল বাথরুমের দিকে রয়েছে, সেদিকে ভুলেও টাকা রাখবেন না। এতে আপনার জীবনে নানান বাধা আসবে। টাকা আপনার জলের মতন খরচ হয়ে যাবে। কিছুতেই আপনি টাকা জমাতে পারবেন না। তাই আগেই সাবধান হোন আপনি।
গয়না ও ঘড়ির জায়গায়
বাস্তু বিশেষজ্ঞদের মতে, যেখানে আপনি গয়না বা ঘড়ি রাখবেন সেই সব জায়গা টাকা রাখবেন না। এতে বাস্তুত্রুটির সৃষ্টি হয়। আর্থিক দিকে অবনতি হতে থাকে। জীবনের নানান সমস্যা আসবে।
পার্স
পার্সে যদি চাবি রাখেন, সেই জায়গায় কখনোই টাকা রাখবেন না। এতে জীবনে আর্থিক সঙ্কট দেখা দেবে। শুধু তাই নয়, ব্যবসাতেও আপনার অর্থহানি হতে থাকবে। এমনকি জীবনে আপনি এগোতে পারবেন না।
পুরানো কাগজের জায়গায়
অনেকেরই পুরনো কাগজ, স্লিপ ইত্যাদি জমান। এই কাগজের সঙ্গে টাকা রাখবেন না। এতে আপনার অর্থ সংকটে যে শুধু জীবনে দেখা দেবে তা কিন্তু নয়, বাস্তুদোষেরও সৃষ্টি হবে। এতে কিন্তু আপনার বাড়ির উপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই আগে সাবধান হোন আপনিও। তাই জীবনে উন্নতি করতে, অর্থ ধরে রাখতে, বাস্তুত্রুটি দূর করতে বাড়ির এই সব স্থানে টাকা রাখবেন না।