সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আগে প্রত্যেকেই একটু ফ্রেশ থাকতে পছন্দ করেন। শারীরিক সম্পর্কের সময় মুখের দুর্গন্ধ মেজাজটাই নষ্ট করে দেয়। ফলত তৎক্ষনাৎ মুখ ফ্রেশ করতে অনেকেই চিউয়িং গাম বা চুয়িং গাম চিবিয়ে নেন। কিন্তু জানেন কি আপনার এই অভ্যাস আপনার যৌন জীবনে বিরূপ প্রভাব ফেলে। শুনতে অবাক লাগলেও এটাই বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের পরামর্শ, শারীরিক সম্পর্কের আগে ভুলেও চুয়িং গাম খাওয়া উচিত নয়।
সম্প্রতি চুয়িং গাম এবং যৌন সম্পর্কের ওপর তার প্রভাব নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যৌন সম্পর্কের আগে চুয়িং গাম চেবানো রীতিমতো অস্বাস্থ্যকর। বিশেষত পুরুষদের ক্ষেত্রে। প্রতিবেদনে বলা হচ্ছে, চুয়িং গামে থাকা পেপারমিন্ট পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কমিয়ে দিতে পারে। যা যৌন জীবনে প্রভাব বিস্তার করে। এছাড়াও যৌন সম্পর্কের আগে চুয়িং গাম খেলে হজমের সমস্যাও হতে পারে অনেকের ক্ষেত্রে।
শুধু পুরুষদের ক্ষেত্রেই নয়, মহিলাদের ক্ষেত্রেও এই অভ্যাস হানিকারক। যৌন সম্পর্কের সময়ে শরীরে বিশেষ কিছু হরমোনের ওঠানামা হয়। তাই শারীরিক সম্পর্কের আগে চুয়িং গাম চিবোলে এই হরমোনগুলোর ভারসাম্য নষ্ট হতে থাকে।
তবে এই বিকল্প পথও বাদলে দিয়েছে চিকিৎসকরা। তাঁরা বলছেন, যৌন সম্পর্কের আগে প্রয়োজন হলে ভালো করে দাঁথ মেজে নিন। যাদের মুখে দুর্গন্ধের সমস্যা আছে, তারা পেট পরিষ্কার হচ্ছে কি-না, সে বিষয়ে নজর দিন। তাছাড়া দিনে অন্তত দু’বার খাবার খাওয়ার পরে ব্রাশ করুন। তাতেও সমস্যা না কমলে অবিলম্বে চিকিৎসকের দ্বারস্থ হন।