নেশন্স লিগে খেলতে নামার আগে দ্বন্দ্ব ফরাসি শিবিরে। বিশ্বকাপের সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে’কে দলেই রাখতে চাইছেন না ফ্রান্সের কোচ দিদিয়ের দেশোঁ। তা নিয়েই কার্যত ফরাসি শিবিরে অশান্তি শুরু হয়ে গিয়েছে। যদিও সতীর্থরা পাশে দাঁড়িয়েছেন এমবাপে’র।
আসন্ন নেশন্স লিগের ম্যাচে ফ্রান্স দল থেকে এমবাপেকে বাদ দিয়েছেন ফ্রান্সের কোচ। শুক্রবার রাত ১.৩০ থেকে ইজরায়েলের বিরুদ্ধে খেলতে নামবে ফ্রান্স। তাই তার আগে সাংবাদিক বৈঠকে এমবাপে প্রসঙ্গে প্রশ্ন করা হয় দেশোঁ’কে। সেই সময় তাঁকে বেশ খানিকটা বিরক্ত দেখায়। তিনি বলেন, “শুনুন, যা বলেছি তা যথেষ্ট। আপনাদের বাক্স্বাধীনতা রয়েছে।নিজেদের মতো বুঝে নিয়ে যা খুশি লিখতে পারেন। কাল আমাদের একটা ম্যাচ রয়েছে। দলে ২৩ জন খেলোয়াড় রয়েছে। কিলিয়ান সেখানে নেই। ওকে ওর মতো ছেড়ে দিন।” তবে কোচ তাঁর বিরক্তি প্রকাশ করলেও এমবাপে’র সতীর্থরা তাঁর পাশে রয়েছেন। ডিফেন্ডার দায়োত উপামেকানো জানিয়েছেন, এমবাপের প্রাপ্য সম্মান তাঁকে দেওয়া হচ্ছে না। উপামেকানোর বলেন, “ওকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। কিলিয়ান এই ফ্রান্স দলের জন্য কী করেছে সেটা কেউই ভুলে যায়নি। ওর প্রতি আরও একটু সম্মান দেখানো উচিত আমাদের। আশা করি দ্রুত আমরা একসঙ্গে খেলব।”