প্রাচীন ভারতের মহাপন্ডিত আচার্য চাণক্য তিনি যেমন সর্বশাস্ত্রঙ্গ, কূটনীতিঙ্গ ও অর্থনীতিবিদ ও দার্শনিক ছিলেন সাথে তিনি সকল বিষয়ে অনেক গভীর পর্যবেক্ষণ করতেন। আচার্য চাণক্য জীবনকে বাস্তবরূপে পরিমাপ করতে পারতেন। তাঁর অনেকগুলো নীতির মধ্যে এমন কিছুও লেখা আছে যেখানে বলা আছে নারীরা কেমন ধরনের পুরুষ পছন্দ করেন।

চাণক্যের মতে, একজন নারী সাধারণত একজন সৎ ও পরিশ্রমী পুরুষের প্রতি আকৃষ্ট হন। মহিলারা শান্ত ও সুরেলা পুরুষের দিকে আর্কষিত হন। আবার যে সকল পুরুষ ভালো শ্রোতা তাদের খুব পছন্দ করেন। চাণক্যের এইটাও বলেছেন, নারীরা তাদের প্রেমের প্রতি অনুগত পুরুষদের বেশি পছন্দ করেন। ভালো আচরণ আছে এমন পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ বেশি। একজন নারী পুরুষদের সব আচরণ গতি নজর রাখেন।

চাণক্যের উল্লেখযোগ্য এই নীতিগুলো যদি কোনো পুরুষের ভিতর সত্যি থেকে থাকে তবে সেই পুরুষটির প্রতি নারীরা দ্রুত আকৃষ্ট হয়ে যায়। এবং মহিলারা এমন পুরুষদের তার জীবনে সমর্থন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here