কিছু ঘণ্টা পর থেকেই বাংলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফলের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে বসবাসকারী বাসিন্দাদের সর্তক করা হয়েছে। হাওড়া এবং শিয়ালদার একাধিক লোকাল ট্রেনও বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এই আবহে বাংলা সিনিয়র এবং অনুর্ধ্ব ২৩ দলের ম্যাচ খেলানো সম্ভব নয়। সেই কারণে ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে বিসিসিআই’কে চিঠি পাঠাল সিএবি।
প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকায় আগামী ২৬ ও ২৭ অক্টোবরের ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা(CAB)। আগামী ২৬ অক্টোবর যাদবপুর ইউনিভার্সিটির মাঠে বাংলা বনাম কেরলের রঞ্জি ম্যাচ হওয়ার কথা। আগামী ২৭ অক্টোবর কল্যাণীতে মুখোমুখি হওয়ার কথা অনূর্ধ্ব-২৩ বাংলা এবং রেলওয়ে দল। এই দুটি ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে সিএবি।
মঙ্গলবার বিকেলে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শনিবারের বাংলা–কেরল রনজি ম্যাচ কল্যাণীর বদলে যাদবপুর ইউনিভার্সিটির মাঠে হবে। তারপর থেকেই ইউনিভার্সিটির মাঠটিকে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। বর্তমানে পুরো মাঠটিকে সিএবি’র পক্ষ থেকে চাদরে মুড়ে রাখা হয়েছে। অন্যদিকে, বিসিসিআই-এর পক্ষ থেকে আসন্ন ম্যাচটি নিয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে, গোটা রাজ্যে দুর্যোগের সম্ভাবনা থাকায় ম্যাচটি পিছিয়ে যেতে পারে।