হাই কমিশনার সহ ভারতে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের  দেশে ফিরে আসার নির্দেশ দিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জানা গিয়েছে, ভারতে থাকা পাঁচ রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই এই নোটিস পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ভারতে বাংলাদেশের হাই কমিশনার সহ পাঁচ রাষ্ট্রদূতকে অবিলম্বে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে।

সূত্রের খবর, ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজ়ুর রহমানের আগামী কয়েক মাসের মধ্যেই অবসর নেওয়ার কথা। তার আগেই তাঁকে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হল।  তার আগে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে বাংলাদেশের প্রতিনিধি এবং সুইৎজারল্যান্ড ও সিঙ্গাপুরের প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মারফত খবর, শুধু ভারত নয়, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ব্রাসেলস, ক্যানবেরা, লিসবনের রাষ্ট্রদূতদেরও বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে। এমনকী, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী সদস্যকেও অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। এর আগে ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমকেও ফিরে আসার নির্দেশ দিয়েছিল।

গত ৫ অগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লিগ সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। এরপরই বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের নেতৃত্বে। নতুন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here