বর্ষাকাল মানেই সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। সারা ক্ষণই মুখ ভার আকাশের।স‌্যাঁতস‌্যাঁতে চারিপাশের পরিবেশ। এই আবহাওয়ায় বাড়িতে পিঁপড়ের আনাগোনা বেড়ে গিয়েছে। বিশেষ করে হেঁশেলে এদের পরিমাণ বেশি করে দেখা যায়।  বাসনের তাক থেকে মুড়ির কৌটো, সর্বত্রই যেন পিঁপড়ের অবাধ যাতায়াত।বিশেষ করে কোনও মিষ্টি খাবার রাখা যায়না।

পিঁপড়ে থেকে খাবারে সংক্রমণেরও ঝুঁকি থাকে। পেটের সমস্যা এড়াতে বাড়িময় পিঁপড়ের চলাফেরা থামাতে হবে। তার জন্য কীটনাশক ব্যবহার না করলেও চলবে। তবে অনেকেই কীটনাশক ব‌্যবহার করতে চান না, কারণ পরিবারে অনেক খুদে সদস‌্য থাকে। তাই পিঁপড়ের থেকে নিষ্কৃতি পেতে দু’টি উপাদান-ই যথেষ্ট।

উপাদান দু’টি হল আইসিং সুগার ও বেকিং সোডা। আইসিং সুগার এক বিশেষ ধরনের গুঁড়ো চিনি যা কেক তৈরি করতে ব্যবহৃত হয়। এই উপাদেনর সঙ্গে চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পিঁপড়ে ওঠার জায়গাগুলিতে ছড়িয়ে দিলেই কেল্লাফতে। মিশ্রণটি ছড়িয়ে দিতে পারেন ঘরের কোণ কিংবা পিঁপড়ে আসার ছোট ছিদ্রতে। চিনির পাত্র থেকে পিঁপড়ে তাড়াতে কয়েকটা লবঙ্গ রেখে দিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here