রাজ্যসভায় সংবিধান সম্পর্কিত আলোচনার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা একটি মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিআর অম্বেডকরকে নিয়ে শাহের ‘ফ্যাশন’ মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস।

বুধবার সংসদের দুই কক্ষেই এই নিয়ে হট্টগোল শুরু করেন কংগ্রেস সাংসদেরা। তাদের দাবি, অবিলম্বে শাহকে নিজের করা মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। হইহট্টগোলের কারণে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত স্থগিত হয়ে যায়।

বুধবার সকালে সংসদের বাইরে কংগ্রেস সাংসদেরা অম্বেডকরের ছবি হাতে বিক্ষোভ দেখান। পাশাপাশি ‘জয় ভীম’ স্লোগান তোলেন। রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের অভিযোগ, শাহ সংবিধানের জনক অম্বেডকরকে অপমান করেছেন। অবিলম্বে তাঁকে সে জন্য ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে শাহের পদত্যাগের দাবিও তুললেন খড়্গে।

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।’’ তার পর শাহ বলেন, ‘‘১০০ বার অম্বেডকরের নাম নেওয়া হয়, কিন্তু আমি বলতে চাই তাঁর প্রতি আপনাদের অনুভূতি কী?’’ তাঁর সংযোজন, ‘‘জওহরলাল নেহরুর সঙ্গে অম্বেডকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।’’

তবে অমিত শাহের পক্ষে আসরে নেমেছে বিজেপিও। কংগ্রেসের বিরুদ্ধে ‘সস্তা রাজনীতি’র অভিযোগ তুলেছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here