সমাজমাধ্যমের দ্বারা প্রভাবিত হয়ে তিন বছরের শিশুকে যৌন হেনস্থা করল নয় বছরের বালক। তাকে আটক করেছে পুলিশ! রবিবার মহারাষ্ট্রের পুণেতে ঘটনাটি ঘটেছে। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করানো হয়েছে। অভিযুক্তের বাবা-মাকেও হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্তের পরিবার একই পাড়ার বাসিন্দা। ন’বছরের অভিযুক্ত স্থানীয় এক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। একই এলাকায় বসবাসের সূত্রে দীর্ঘ দিন ধরেই পরস্পরকে চিনত দুই পরিবার। একে অপরের বাড়িতেও ছিল অবাধ যাতায়াত। রবিবার বাড়ির অদূরে শিশুকে একা পেয়ে যৌন হেনস্থা করে সে। শিশুটি বাড়ি ফিরে মাকে বিষয়টি জানায়। এর পরেই তড়িঘড়ি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার।
অভিযোগের ভিত্তিতে ওই বালককে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার মুখে ওই বালক জানিয়েছে, সমাজমাধ্যম দেখেই এ সব শিখেছিল।