আবার নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা। আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে আগামী ২৭ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বালি ব্রিজে। রেললাইন মেরামতির কারণে ওই কয়েকদিন বালি ব্রিজে কোনও গাড়ি চলবে না বলে জানা গিয়েছে।
২২ জানুয়ারি রাত ১২টার পর বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার লেনটি সম্পূর্ণ খোলা থাকলেও, দক্ষিণেশ্বর থেকে বালি যাওরার রাস্তা পুরোপুরি বন্ধ রাখা হবে।
দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়ার লেনটিতে বাস ট্যাক্সি বা কোনও ভারী যান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই। সেগুলি পাশের দ্বিতীয় নিবেদিতা সেতু দিয়ে দিয়েই যাবে আপাতত। পুরাতন বালি ব্রিজের উপরে থাকা রেললাইনে মেরামতি হবে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ব্রিটিশ আমলের ওই রেললাইন মেরামতির জন্য চারদিন সময় নেওয়া হয়েছে। ওই কয়েকদিন শিয়ালদহ শাখার ডানকুনি লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। প্রায় ১০০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল।