শনিবার দোষী সাব্যস্ত হয়েছিল আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়। সেদিন জানানো হয়েছিল সোমবার সাজা ঘোষণা হবে। ২০ জানুয়ারি সোমবার আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস।

এ দিন সঞ্জয়কে বক্তব্য পেশ করার সুযোগ দেন বিচারক। বিচারক সঞ্জয়কে উদ্দেশ করে বলেন, ‘আপনার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত।’ উত্তরে বলে, ‘আমি ধর্ষণ করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি যদি এ কাজ করতাম, সেক্ষেত্রে আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালা নষ্ট হত না? আমাকে ফাঁসানো হচ্ছে। আমার উপরে অত্যাচার করেছে। প্রথমে আমাকে কিছু বলতেই দেওয়া হয়নি। যার যা ইচ্ছে, সেই রকম করছে।’

বিচারক বলেন, ‘আপনাকে ৩ ঘণ্টা সময় দিয়েছিলাম। যা প্রমাণ এসেছে, তা আপনার থেকে ভালো কেউ জানে না। আমি প্রমাণের উপর নির্ভর করে বিচার করতে পারি। আপনি ৩ ঘণ্টা যা বলেছেন, তার রেকর্ড রয়েছে। আপনি নির্দোষ, তা আগেও বলেছেন।’

প্রসঙ্গত, শনিবার আদালতে সিবিআইও দোষী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়েছিল। সিবিআইয়ের বক্তব্য ছিল, বিরলের মধ্যে বিরলতম অপরাধ এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here