পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে ২১ ঘণ্টার জন্য বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কলকাতা পুর এলাকার কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, বাঁশদ্রোণী-সহ একাধিক এলাকার পাম্পিং স্টেশনগুলি বন্ধ থাকবে।

ফলে ওই সময়ের জন্য পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পাবেন না গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকার মানুষ।

কলকাতা পুরসভার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৮,৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, এবং ১৬ নম্বর বরোয় সম্পূর্ণ ভাবে এবং ১২ নম্বর বরোয় আংশিক ভাবে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পানীয় জল পরিষেবা বন্ধ রেখে পাইপলাইন মেরামতি এবং ভাল্‌ভ সারাইয়ের কাজ চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here