নিজের বাড়িতেই ছুরিকাঘাতে আহত হলেন অভিনেতা সইফ আলি খান। পেটে ছুরির আঘাত লাগে তারে। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সইফ। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে জানা গিয়েছে।
বুধবার রাতে সইফ আলি খানের উপর হামলা হয়। রাত আড়াইটে নাগাদ তাঁর ফ্ল্যাটে চোর ঢোকে। আলমারি খুলে চুরি করছিল সে। আলমারি খোলার শব্দে জেগে যান পরিচারকরা। তারা চিৎকার করলে চোর পালানোর চেষ্টা করে।
সেই সময়ই ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। ভয় পেয়েই চোর সইফের উপরে হামলা করে। তাঁকে ছুরি মেরে পালায়। রক্তাক্ত অবস্থায় নবাবকে উদ্ধার করে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সইফ।
কী করে একজন সেলিব্রেটির বাড়িতে মধ্য রাতে চোর ঢুকে পড়ল এবং বলিউড অভিনেতার উপরেই ছুরি দিয়ে হামলা চালাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে।