বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সম্প্রতি ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে এবং ছাত্র-ছাত্রী, অভিভাবকদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে ভর্তির সময় আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে। এই ধরনের ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির কোনও নিয়ন্ত্রণের অধীনে নেই, আর এর ফলে বেশ কিছু ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অজান্তের সময় ও অর্থ অপব্যয় হয় এই প্রতিষ্ঠানে। ইউজিসি তাই পড়ুয়াদের জানিয়েছে যাতে তারা কোনো প্রতিষ্ঠানে ভর্তির আগে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমস্ত তথ্য দেখে নেয় এবং ভর্তি হওয়ার আগে সেই প্রতিষ্ঠানের অনুমোদন আছে কিনা তা যাচাই করে নেয়। ইউজিসি এও নজর দিয়েছে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি আইন ১৯৫৬-এর অধীনে নিবন্ধীত সেগুলিই কেবলমাত্র ভারতে ডিগ্রি দেওয়ার অধিকার রাখে।

কোন কোন প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায় দেখে নিন-

১) ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, গুন্টুর

২) বাইবল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, ভাইজ্যাগ

৩) এআইআইপিএইচএস গভর্নমেন্ট ইউনিভার্সিটি, দিল্লি

৪) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দিল্লি

৫) ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি

৬) ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি

৭) এডিআর সেন্ট্রিক জুরিসডিকাল ইউনিভার্সিটি, দিল্লি

৮) আইআইএসই, দিল্লি

৯) বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, দিল্লি

১০) আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, দিল্লি

১১) বড়গণভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি, বেলগাঁও

১২) সেন্ট জনস ইউনিভার্সিটি, কেরালা

১৩) আইআইইউপিএম, কোঝিকোড়ে

১৪) রাজা আরাবিক ইউনিভার্সিটি, নাগপুর

১৫) শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, পণ্ডিচেরি

১৬) গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, এলাহাবাদ

১৭) নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয়, আলিগড়

১৮) ভারতীয় শিক্ষা পরিষদ, লক্ষ্ণৌ

১৯) মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, নয়ডা

২০) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা

২১) ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, কলকাতা

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here