ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালাম। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নসহ পেয়েছিলেন তিনি। তাঁর আস্ত জীবনটাই যে কোনও মানুষের অনুপ্রেরণা হতে পারে। তাঁর বাণী জীবনে পাথেয় হলে সে জীবন হয়ে উঠবে অমূল্য। চলুন জেনে নিই ভারতের ‘মিসাইল ম্যান’-র বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি।

এপি জে আব্দুল কালাম বলেছিলেন, ”স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হল সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।”‘

প্রাক্তন রাষ্ট্রপতি বলেছিলেন, ”তুমি যদি সূর্যের মত আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মত পুড়তে শেখো।”

”সবসময় মাথায় রাখবে কঠিন কাজই বেশি আনন্দ দেয়। তাই যত কঠিন কাজে সাফল্য পাবে, তত মনের ভেতরে আনন্দ বেশি হবে।”

”কাউকে হারিয়ে দেওয়া সহজ। তবে আসল কাজ হল কারও মন জয় করা। সেই চেষ্টা করা উচিত সবসময়।”

”একবার সাফল্য পেয়ে বসে যেও না। সেক্ষেত্রে পরের বার ব্যর্থ হলে বাকিরা বলবে যে আগের বার ভাগ্যের জন্য সাফল্য পেয়েছিলে। তোমার পরিশ্রমের মূল্য দেবে না কেউ তখন।”

”একটা গোটা দেশ ও জাতিকে বদলাতে পারে তিনজনই। তাঁরা হলেন মা, বাবা ও শিক্ষক।”

”একটা কথা সবসময় মাথায় রাখবে যে জীবনে সমস্যা থাকবেই। আর সমস্যার প্রয়োজনও আছে। সমস্যা আছে বলেই সাফল্য পাওয়ার পর এত আনন্দ হয়।”

”যে ভাল শিক্ষার্থী যে সবসময় প্রশ্ন করে। প্রশ্ন করার সুযোগ করে দেওয়া উচিত। তা না হলে কেউ শিখতে পারে না।”

” ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী।”

সবচেয়ে মজাদার একটি কথা বলেছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপি জে আব্দুল কালাম। তিনি বলেছিলেন, ”একটা গোটা জাতির সবচেয়ে ভাল মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যায়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here