শনিদেবকে কর্মফলদাতা বলা হয়। শনিবার যে সমস্ত ভক্তরা সত্যিকারের বিশ্বাস ও ভক্তি সহকারে শনিদেবের পূজা করেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
গ্রহের পরিবর্তনের দিক থেকে ২০২৫ খুব গুরুত্বপূর্ণ হবে। এ বছর ন্যায় ও কর্মের ফল প্রদানকারী শনিদেবও পরিবর্তন করবেন। শনিদেবের রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির জাতক সাদে সতী এবং ধইয়ার থেকে মুক্তি পাবেন, আবার কিছু রাশির জন্য সাদে সতীর সময় শুরু হবে।
জ্যোতিষীদের মতে, এই বছর শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন ২৯ মার্চ। রাত ১১টা ০১ মিনিটে প্রবেশ করবেন শনিদেব। এর পাশাপাশি, শনিদেব মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে এর প্রভাব দুটি রাশিতে দেখা যাবে। উভয় রাশিতে শনির ধাইয়া এবং সাদে সতী শুরু হবে।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মীন রাশিতে শনিদেবের পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক–জাতিকাদের উপর
শনির প্রভাব শুরু হবে। শনির ধইয়ার প্রভাব যে কোনো রাশির ওপর আড়াই বছর স্থায়ী হয়। এ সময় একজন মানুষকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ধইয়ার সময় একজন ব্যক্তির কাজের অবনতি ঘটে এবং কাজের প্রক্রিয়া খুব ধীর হয়ে যায়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনু রাশির জাতকদেরও এ বছর শনিদেবের প্রকোপ পড়তে হবে। এ সময় সতর্ক থাকতে হবে। এই সময়ে আপনার কর্মজীবনে সাফল্য পেতে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ে আপনার আর্থিক অবস্থা নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে।
জ্যোতিষশাস্ত্রে শনিদেবের ধাইয়া ও সাদাসতীর প্রভাব কমাতে কিছু ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে মন্ত্র জপের অতীব গুরুত্বের কথা বলা হয়েছে। তাই শনির প্রভাব থেকে মুক্তি পেতে চাইলে কিছু মন্ত্র জপ করুন। মন্ত্রটি হল-
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্। উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।