বাস্তুশাস্ত্র মতে এমন অনেক গাছ রয়েছে যেগুলি ঘরে লাগালে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি আসে। এর মধ্যে অন্যতম হল মানি প্ল্যান্ট। বাস্তুমতে নিয়ম মেনে যে বাড়িতে এই গাছ লাগানো হয়, সেই গৃহে কখনও অর্থের অভাব হয় না। ঘরে মানি প্ল্যান্ট রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। অনেকেরই ধারণা, যে মানি প্ল্যান্ট চুরি করে লাগালে আরও শুভ ফল দেয়। এ ধারণা কি ঠিক? চলুন জেনে নেওয়া যাক।

চুরি করে মানি প্ল্যান্ট রোপণ করা শুভ নয়। তাই মানি প্ল্যান্ট লাগানোর সময় এই বিষয়গুলো মাথায় রাখুন

বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট কখনও মাটিতে লাগানো উচিত নয়। বিশ্বাস করা হয় যে মাটিতে লাগানো মানি প্ল্যান্ট বাড়িতে নেগেটিভ প্রভাব সৃষ্টি করে।

এছাড়াও মনে রাখতে হবে, মানি প্ল্যান্টের লতা ভুল করেও যেন মাটি স্পর্শ না করে। কারণ মানি প্ল্যান্ট প্ল্যান্টকে দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। মাটিতে পাতা ঠেকে গেলে লক্ষ্মীর অপমান বলে মনে করা হয়।

শুকনো মানি প্ল্যান্ট দুর্ভাগ্যের প্রতীক। এর পাশাপাশি আপনার আর্থিক অবস্থাকেও প্রভাবিত করে এই গাছ। এমন পরিস্থিতিতে যদি হয়ে থাকে, তাহলে মানি প্ল্যান্টে নিয়মিত জল দিতে থাকুন।

আর যখনই পাতা শুকিয়ে যাবে, সেই পাতাগুলি সরিয়ে ফেলুন বা গাছটিকে বাড়ি থেকে সরিয়ে দিন। কারণ শুকনো মানি প্ল্যান্ট আর্থিক দিক থেকে ক্ষতি ডেকে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here