ভগবান কুবেরকে সম্পদ ও সমৃদ্ধির দেবতা মনে করা হয়। নবনিধির দেবতা হলেন কুবের। তিনি যে বাড়িতে থাকেন সেখানে কখনও অর্থের অভাব হয় না। কুবের সাধারণত যন্ত্র আকারে পূজিত হয়ে থাকেন।

বাস্তু অনুসারে কুবের দেব বাড়ির উত্তর-পূর্ব দিকে থাকেন। বাড়ির এই দিকটিকে ইশান কোণ বলা হয়। বাড়ির এই দিকটি ইতিবাচক শক্তিতে ভরপুর।

বাড়ির উত্তর-পূর্ব দিক শুভ বলে মনে করা হয়। এই দিকে বাড়ি তৈরি হলে ঘরে সুখ-শান্তি থাকে। এছাড়াও, বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বাস করে। উত্তর-পূর্ব দিকে সিন্দুক তৈরি করলে অর্থের প্রবাহ বাড়ে। বাড়ি উত্তর-পূর্ব দিকে হলে তা ভাগ্যবান বলে মনে করা হয়। এমন বাড়িতে মানুষের স্বাস্থ্য ভাল থাকে। ঘরের এই দিকটা সবসময় পরিষ্কার রাখুন। এই দিকে বাড়িতে মন্দির থাকলে খুব শুভ হয়। এ দিকে কোন ভারি জিনিস রাখবেন না।

যদি আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হন তাহলে উত্তর পূর্ব দিকে কুবের যন্ত্র রাখলে আপনি শুভ ফল দেখতে পাবেন।

বাস্তু অনুসারে, বাড়ির উত্তর-পূর্ব দিকে সিঁড়ি তৈরি করবেন না এবং জুতো চটিও রাখবেন না। বাথরুম বা টয়লেট তৈরি করবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here