ভাতের পরিবর্তে রুটি খাওয়া অনেক দিক থেকেই স্বাস্থ্যের পক্ষে ভাল। কিন্তু তাই বলে একদম ভাত খাওয়া বন্ধ করে দেবেন না। যাঁদের নিয়মিত ভাত খাওয়ার অভ্যাস রয়েছে, তাঁরা আচমকা ভাত খাওয়া বন্ধ করে দিলেও অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও একনাগাড়ে রুটি খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, ভাত নাকি রুটি কোনটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। ওজন কমাবে কোন খাবার? ডায়াবেটিসের জন্যই বা কোন খাবার ভাল?

  • কার্বোহাইড্রেটের পরিমাণ ভাত এবং রুটি, দুটোতেই বেশি। তবে রুটিতে রয়েছে ফাইবার, যা সাদা ভাতে নেই।
  • ফাইবার সমৃদ্ধ রুটি খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে আপনার। তাই ভাতের বদলে রুটি খেতে পারেন ওজন কমানোর জন্য।
  • ভাত খেলে ব্লাড সুগারের পরিমাণ আচমকা বাড়তে পারে। এই সমস্যা রুটি খেলে হবে না। তাই ডায়াবেটিসের রোগীরা মেনুতে রাখুন রুটি।
  • রুটির গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম। তাই রুটি খেলে আচমকা ব্লাড সুগারের পরিমাণ বাড়ে না।
  • রুটিতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এগুলি সাদা ভাতে আপনি পাবেন না।
  • যেহেতু রুটিতে ফাইবারের পরিমাণ বেশি তাই রুটি খেলে আপনার অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকবে। বদহজম, অ্যাসিডিটি হবে না। হজমশক্তি ভাল থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here