হিন্দু ধর্মে, পূর্ণিমা ও অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন গঙ্গা স্নান ও দান করার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নদীতে স্নান করে আপনার জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে। চলতি বছরে পৌষ পূর্ণিমা পড়েছে ১৩ জানুয়ারি।
এদিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ভোর ৫ টা ০৩ মিনিট থেকে শেষ হবে, যা শেষ হবে পরের দিন ১৪ জানুয়ারি ৩ টে ৫৬ মিনিটে। এই সময়ে চন্দ্রোদায়ের শুরু সময় হবে সন্ধ্যা ৫ টা ০৫ মিনিটে। এই সময় মহাকুম্ভমেলা কিন্তু রাজকীয় প্রথম স্নান হবে। আর এসময় রাশি অনুযায়ী এই কাজগুলি করা খুব শুভ।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের এই সময় বাড়ির প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। তারপর ভগবান বিষ্ণুর পুজো করুন। এতে আপনার কর্মজীবনে আর সফলতা আসবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকার এই সময় ভগবান বিষ্ণুর নাম জপ করুন। তাকে হলুদ ফুল নিবেদন করুন। এতে দেখবেন আপনার আর্থিকদিকে খুব লাভ হবে। ব্যবসাতেও আসবে সফলতা।
মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিরা যদি সমাজের সম্মান বাড়াতে চান তাহলে অভাবী মহিলাকে হলুদ রঙের কাপড় নিবেদন করুন। এতে আপনার জীবনে সাফল্য নিশ্চিত।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকারা এই সময় চাল ও দুধ দান করুন দারিদ্র ব্যক্তিদের। এতে আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে।
সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তির অভাবী ব্যক্তিকে এই সময় একটি গীতা লাল কাপড়ের মুড়ে দান করুন। এবং বিষ্ণুর মন্ত্র ১১ বার জপ করুন। কর্মজীবনের সফলতা নিশ্চিত।
কন্যা
কন্যা রাশির ব্যক্তিরা এই সময় ভগবান বিষ্ণুকে পুজো করুন। এতে আপনাদের শরীরও ভাল থাকবে।
তুলা রাশি
তুলা রাশির জাতিকারা এই সময় ভগবান বিষ্ণু, মা লক্ষ্মীর পুজো করুন, সঙ্গে দেবী লক্ষ্মীকে ১১টি চাল নিবেদন করুন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা জীবনে উন্নতি করতে চাইলে এই সময় গরু এবং পাখিকে খাওয়ান।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকার এই সময় কাঁচা নারকেলে একটু স্বস্তিক চিহ্ন এঁকে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন।
মকর রাশি
মকর রাশির ব্যক্তিরা তাদের বাড়ির মূল দরজায় হলুদ দিয়ে স্বস্তির জন্য আঁকুন। এটি খুব শুভ।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই দিনে দারিদ্র ব্যক্তিদের দান করতে পারেন।
মীন রাশি
মীন রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে বিষ্ণুকে সাদা রঙের মিষ্টি দান করুন। এতে আপনি প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন।