রাত পোহালেই নতুন সতর্কতা বাংলা জুড়ে। কলকাতা-সহ একাধিক জেলায় নতুন করে আবহাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
সর্বশেষ আবহাওয়ার রিপোর্ট বলছে, সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে কুয়াশার দাপট দেখা যাবে। তাপমাত্রার তারতম্যে এবং জলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশার সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই।
বুধবার /বৃহস্পতিবারে ও হালকা মাঝারি কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। তারপরেই বড় বদল আবহাওয়ার। তারতম্যের সম্ভাবনা তাপমাত্রাতেও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা কমবে অনেকটা। বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় ৫০ মিটারের নীচে নামতে পারে দৃশ্যমানতা।
জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলিতে কুয়াশার দাপট অপেক্ষাকৃত বেশি থাকবে।
দক্ষিণবঙ্গেও কলকাতা-সহ বেশ কিছু জেলাতে কুয়াশার দাপট। দুদিনে কুয়াশার দাপট বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে।
বেশি কুয়াশার সতর্কতা থাকবে এই দু’দিন। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি আসতে পারে, দু-এক জায়গায়। বাকি জেলাতেও ঘন কুয়াশার দাপট।
উত্তরবঙ্গের দার্জিলিঙে বৃষ্টি এবং তুষারপাত সতর্কতা মঙ্গলবারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই চার জেলাতে। বুধবার থেকে শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা থাকবে না।
আগামী ৪/৫ দিনে তাপমাত্রার তারতম্য হবে বেশ কিছুটা। প্রথম দু’দিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কোথাও মঙ্গলবার কোথাও বুধবার থেকে তাপমাত্রা ফের কমতে পারে।
পরবর্তী দু-তিন দিনের ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। তবে স্বাভাবিকের কাছাকাছি থাকলেও জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডার সম্ভাবনা আপাতত নেই।
বৃষ্টি, তুষারপাত, ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি দেশ জুড়েই। রাজ্যে রাজ্যে মহা দুর্যোগের অশনি সঙ্কেত আগামী সাতদিন। একাধিক সিস্টেম তৈরি হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপ।
যার জেরে প্রচণ্ড ঠান্ডার পাশাপাশি বৃষ্টির কবলে পড়তে চলেছে গোটা দেশ। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ আগামী ৭ দিন আবহাওয়া এমনই থাকবে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।