![FotoJet - 2025-01-06T153841.743](https://sportsnscreen.com/wp-content/uploads/2025/01/FotoJet-2025-01-06T153841.743.jpg)
বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশুর শরীরে পাওয়া গেল হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ। সোমবার সকালে প্রথমে আট মাসের এক শিশুর শরীরে ভাইরাসের হদিস মেলে। পরে তিন মাসের এক শিশুর শরীরেও ভাইরাসের সন্ধান পাওয়া যায়।
তিন মাস বয়সি শিশুকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আট মাসের শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। পর পর দু’টি সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন।
এই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়, সে দিকে নজর থাকবে। তবে রাজ্যবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা। সম্প্রতি চিনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাতে উদ্বেগ দানা বেঁধেছে ভারত-সহ বিভিন্ন দেশে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রকও।
সম্প্রতি চিনে এইচএমপিভি ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাতে উদ্বেগ দানা বেঁধেছে ভারত-সহ বিভিন্ন দেশে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রকও। এদিকে
বিশ্বের অন্য দেশগুলিকে উদ্বিগ্ন না-হওয়ার জন্য বলেছে চিনও। তাদের বক্তব্য, এটি শীতকালীন সংক্রমণ। ভারতেও কেন্দ্রীয় সরকার দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে।